পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এড়িয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার অপর একটি গেট দিয়ে চলে গেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পররাষ্ট্রসচিবের সঙ্গে তিনি প্রায় আধাঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনের ফটক দিয়ে বেরিয়ে যায়। সেখানে সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন।

এর কিছু সময় পর বিকল্প পথ দিয়ে পিটার হাসের গাড়ি বের হয়। পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফেরেন পিটার হাস। এর আগে গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

রাষ্ট্রদূত ও কূটনীতিকদের তাদের কর্মস্থল থেকে নিজ দেশে বা অন্যত্র ছুটিতে যাওয়া স্বাভাবিক নিয়ম হলেও রাষ্ট্রদূত পিটার হাসের সফরটি বেশ আলোচিত হয়।
পোস্টটি শেয়ার করুনঃ