“গাছ লাগান পরিবেশ বাঁচান”
এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ আনসার ও ভিডিপির কার্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান-২০২২ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়েছে।
এসময় রাজস্থলী উপজেলা আনাসার ও ভি.ডি.পি কার্যালয় ভিক্টোরিয়া ভি.ডি.পি ক্লাব, সমবায় সমিতি ইসলামপুর, নয়াবাদ নতুন বাজার ভি.ডি.পি ক্লাব শফিপুর এ বৃক্ষরোপণ করা হয়।
এসসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা আনসার ও ভি.ডি.পি অফিসার আব্দুস সাত্তার,উপজেলা প্রশিক্ষক মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা আনসার কোম্পানি কমান্ডার,মোঃ ফজলুল করিম, ২নংগাইন্দ্যা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,
সহকারী আনসার প্লাটুন কমান্ডার,মোঃ মিজানুর রহমান, ১নং হিল ভি.ডি.পি প্লাটুন কমান্ডার মোঃ আউয়াল হোসেন, ৩নং হিল ভি.ডি.পি সহকারী প্লাটুন কমান্ডার মোঃ রফিকুল গাজী,৬নং হিল ভি.ডি.পি প্লাটুন কমান্ডার জনাব,আঃ জলিল মোড়ল ও আনসার ও ভি.ডি.পি সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ