বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে শুক্রবার (১৫ মার্চ) সকালে অনুষ্ঠিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন ২০২৪ আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান।

এসময় বক্তব্য রাখেন,ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী,ফেনী জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু,ফেনী জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কবির,উপস্থিত ভিবিন্ন মিডিয়ার সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ।

এসময় বক্তারা দ্রব্যমূল্যবৃদ্ধিরোধ,ফুটপাতে খোলা খাবার বিক্রি,শিশু খাদ্য,রমজানে ফুটপাতে ইফতার বিক্রির উপর ভিবিন্ন আলোচনা করেন।এসময় বক্তারা সকল বিষয়ের উপর সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় জেলা প্রশাসক বলেন,আমরা সরকারের তরফ থেকে সব সময় জনগণের পাশে থেকে বিশুদ্ধ খাবার নিশ্চিত করা সহ সকল প্রকার অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কঠোরভাবে প্রতীজ্ঞাবদ্ধ।এসময় জেলা প্রশাসক ফেনীর সকল ব্যবসায়ী ও জনগণের সহযোগীতা কামনা করেন।

পোস্টটি শেয়ার করুনঃ