আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৪৪জন,
জমা দিয়েছে ৩৮ জন।

ফেনী -১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনে ১৪ জন,
ফেনী-২ (ফেনী সদর) আসনে ১০ এবং
ফেনী-৩ (সোনাগাজীত-দাগনভূঞা) আসনে ১৪ জন।

ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া):
আওয়ামীলীগ-আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জাসদ-শিরিন আখতার, জাতীয় পার্টি-শাহরিয়ার ইকবাল পাটোয়ারী, জাকের পার্টি-রহিম উল্যাহ ভূইয়া, তৃণমুল বিএনপি-মো.শাহজাহান সাজু, বাংলাদেশ কংগ্রেস-আনোয়ার কামরান মোর্শেদ, মো. আলমগীর আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট-মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট-কাজী মো. নুরুল আলম, স্বতন্ত্র-আবদুর রউফ, স্বতন্ত্র- মিজানুল হক, স্বতন্ত্র-তাজুল ইসলাম মজুমদার, স্বতন্ত্র- মো.ফখরুল ইসলাম মজুমদার ও স্বতন্ত্র-আবুল হাশেম।

ফেনী-২ (সদর) আসনে
আওয়ামীলীগ-নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টি- খন্দকার নজরুল ইসলাম, তৃণমুল বিএনপি-আমজাদ হোসেন সবুজ, জাকের পার্টি-নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট-মাওলানা নুরুল ইসলাম, খেলাফত আন্দোলন-আবুল হোসেন, বাংলাদেশ কংগ্রেস-মোহাম্মদ হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট-মাহবুব মোর্শেদ, মো. নুরুল ইসলাম ভূইয়া, স্বতন্ত্র -আনোয়ারুল করিম ফারুক।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা)
জাতীয় পার্টি-লে.জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী,
স্বতন্ত্র হাজী রহিম উল্যাহ, আওয়ামী লীগ-আবুল বাশার, স্বতন্ত্র-পারভীন আক্তার, স্বতন্ত্র-আনোয়ারুল কবির রিন্টু আনোয়ার, স্বতন্ত্র-জেড এম কামরুল আনাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি-তবারক হোসেন, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম-(পিডিএফ)-আজিম উদ্দিন আহমেদ, জাকের পার্টি-আবুল হোসেন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ-মো. আবু নাসির, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-নিজাম উদ্দিন, সাংস্কৃতিক মুক্তি জোট-জোবায়ের ইবনে সুফিয়ান, স্বতন্ত্র-ইসতিয়াক আহমেদ সৈকত এবং স্বতন্ত্র-আবদুল কাশেম আজাদ।

নির্বাচনে অংশ নিয়েছে ৩০ টি দল,  নিবন্ধিত রাজনৈতিক দল৪৪ টি, দল ও স্বতন্ত্র প্রার্থী ২৭৪১ জন, আওয়ামী লীগের ২৯৮ জন, আওয়ামি লীগ (স্বতন্ত্র) ৪৪২ , বিএনএম, তৃণমূল বিএনপি ও বিএসপি প্রার্থী ৩১০ জন।

প্রতি আসনে গডে প্রার্থি ৯ জন।

 

পোস্টটি শেয়ার করুনঃ