৩০ জানুয়ারি ২৪ইং, ফেনীর মহিপালে ফ্লাইওভার এর উত্তর পাশে গত ২৯ তারিখ দুপুরে অটো রিক্সা ও মালবাহী ট্রাকের সম্মুখ সংঘর্ষে বয়োবৃদ্ধ রিক্সা শ্রমিক আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় নিপতিত হইয়া মারাত্মক ভাবে আহত হইয়াছেন।  তাহার একটি হাতের আঙুল দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, দুটি হাটু ভেঙে যায় এবং সারা দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়।  তাকে স্থানীয় লোকজন ফেনী ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা করান। বর্তমানে তিনি নিজ বাড়ি মধুয়াই আছেন।

দরিদ্র আবদুল মালেক ফেনী সদর উপজেলার মধুয়াই গ্রামের মুন্সি স্বর্ণকার বাড়ির নওয়াব আলীর ছেলে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। দুর্ভাগ্য বশত তার গেজেট না হওয়ায়  জীবন জীবিকার তাগিদে তিনি আজ রিকশা চালান। গেজেটে তার নাম ভুল হওয়ায় তিনি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অসহায় এই বৃদ্ধ মারাত্মক দূর্ঘটনায় নিপতিত হওয়ায় তিনি আজ হতাশ। তারই আয়ের উপর তার পাঁচ সদস্যের পরিবার নির্ভরশীল। অর্থের অভাবে চিকিৎসা তোহ দুরের কথা না খেয়ে তাকে এবং তার পরিবারকে মরতে হবে। ফেনী জেলা রিক্সা শ্রমিকের আহ্বায়ক জামশেদুল ইসলাম সুজন ও ফেনী পৌর রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অসহায় বৃদ্ধ রিকশা শ্রমিক আহত হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ দূর্ঘটনায় জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্ত রিকশা শ্রমিকের ক্ষতিপূরণ দাবী করেন।

পোস্টটি শেয়ার করুনঃ