হরিনাকুন্ডুতে সঞ্জয় ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরন।
ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু প্রতিবন্ধী স্কুলের সকল শিক্ষার্থী ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ৬ ই জুলাই বুধবার সকাল ১১ ঘটিকার সময় ঈদ সামগ্রী বিতরন করা হয়। হরিনাকুন্ডুর ভবানীপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সঞ্জয় ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা ও তার সহধর্মিণী লাবনি সাহার উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাফুজ্জামান তাজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষকা গন। পতিবারের ন্যায় এবার ঈদুল আযহা উপলক্ষে সঞ্জয় ট্রাস্টের সৌজন্য উপজেলার বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। এবং এই অনুষ্ঠান শেষ করে অতিথি বৃন্দ সবাই ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। বিতরন কালে সঞ্জয় ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা বলেন, আমার দেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমার কষ্টার্জিত টাকা দিয়ে সামান্য কিছু করতে পেরে আমি ধন্য। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের দায়িত্ব কাধে নিয়ে যেভাবে অগ্রসর হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের এই ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠান শেখ হাসিনার পতি উৎসর্গ করলাম, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন। ঈদ সামগ্রী পেয়ে সুবিধা বঞ্চিত মানুষের মুখে আনন্দের হাসি দেখা যায়।