সাভারে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
সাভারে অভিযান চালিয়ে ইয়াবাসহ জিহাদ হোসেন (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরআগে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের বড়দেশী পশ্চিমপাড়া আশা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। রবিবার সকাল ১০টার দিকে আদালতে প্রেরন করা হয়।
আটকৃত সে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মেম্বার শামছুলের ছেলে।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি বড়দেশী পশ্চিমপাড়া আশা হোটেলের সামনে কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে।
পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।