শ্রীমতপুর মাদরাসা পরিদর্শন।
শ্রীমতপুর মাদরাসা পরিদর্শন।
হবিগঞ্জের প্রবীন আলেমেদ্বীন হবিগঞ্জ জেলা জমিয়তের দীর্ঘ এক যুগের সাবেক সাধারণ সম্পাদক ইমামবাড়ী মাদরাসার সাবেক মুহতামিম
আমেরিকা প্রবাসী আলহাজ্ব মাওলানা শায়খ আবদুল কাইয়ুম- জালালাবাদী হাফিজাহুল্লাহ র
প্রতিষ্ঠিত মাদানিয়া মাদ্রাসা কমপ্লেক্সে ও এতিমখানা শ্রীমতপুরের উদ্যোগে মাহে রমযান উপলক্ষে কেরাত প্রশিক্ষণ কেন্দ্র ও নবনির্মিত রাজিয়া মুসাব্বির হাফিজিয়া মাদরাসার পরিদর্শনে করেছেন জমিয়ত নেতৃবৃন্দ।
হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সফল সভাপতি ও সকলের পরিচিত মুখ
মাওলানা সৈয়দ ফয়জুল বারী. যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মুফতি মুশতাক আহমদ ফুরকানী. মাওলানা লুৎফুর রহমান দেওবন্দী সহ জমিয়তের নেতৃবৃন্দ ।
এ সময় মাদরাসার জিম্মাদার মাষ্টার শফিকুর রহমান আমাদেরকে মাদরাসার সকল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এত স্বল্প সময়ে মাদরাসার উন্নয়ন ও লেখা পড়ার নিপুণ পরিচালনা সত্যি ই প্রশংসনীয়।যার মনোরম পরিবেশ দেখে আমরা খুবই আনন্দিত আসলে শায়খ জালালাবাদীর অক্লান্ত মেহনত চিন্তা চেতনা ও জীবনের সাধনার সফলতার এটি একটি অন্যতম বাস্তব নমুনা।