শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে দু বাসের সংঘর্ষ
আপডেটঃ মার্চ ১২, ২০২২ | ৮:০৭
387 ভিউ
শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে দু বাসের সংঘর্ষ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি সূত্র জানায়, নিহতের সংখ্যা সাতজন ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা শুধু বাড়ছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা জানতে হলে আরো অপেক্ষা করতে হবে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (১১ মার্চ) রাত আনুমানিক রাত ৯টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রাফি হবিগঞ্জের খবর কে জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আসিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয় পাথরবোঝাই একটি ট্রাক। তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক নিহত ও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত আসবে।