মাদারীপুরের ডাসারে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন।
ডাসার উপজেলা পূজা কমিটির সদস্যদের নিয়ে সন্ধ্যার পরে নবগ্রাম, শশিকর বাজার,ও দর্শনাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
জানা যায়, সারা দেশের মত মাদারীপুরের ডাসার উপজেলার ৪৩ টি মন্ডপে একযোগে শারদীয় দূর্গা পূজা শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রতিটি পূজা মন্ডপে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।
সার্বক্ষনিক মন্ডপে মন্ডপে নিরাপত্তার জন্য পুলিশের জোরালো টহলের পাশাপাশি, প্রতিটি পূজা মন্ডপে রয়েছে গ্রাম পুলিশ, আনসারও ভিডিপি’র সদস্যরা।
এ ছাড়া ও রয়েছে স্থানীয় প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের নজরে, যাহাতে কোন রকম সমস্যার সৃষ্টি না হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, শারদীয় দূর্গা পূজা উৎসব শান্তিপূর্ন ভাবেই পালন হবে।প্রশাসনের পক্ষথেকে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা সকলের সহযোগীতা কামনা করছি, যাহাতে প্রতিটি পূজা মন্ডপের পূজা উৎসব শান্তিপূর্ন ভাবে পালন করতে পারে।

পোস্টটি শেয়ার করুনঃ