মহেশপুরে ফেনসিডিল গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।
ঝিনাইদহের মহেশপুরে ৪’শ ৫০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ মোঃফয়জুর রহমান(৩৮)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।বুধবার ভোর রাতে যাদবপুর ইউনিয়নের রাজাপুর বড়বাড়ী টু যাদবপুর রাস্তার পাশে বাহার ভাটার পিছনের মেহগুনী বাগান থেকে আসামী মোঃফয়জুর রহমানকে আটক করে।মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেদবাড়ীয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃফয়জুর রহমান।এব্যাপারে কোটচাঁদপুর সার্কেল (এ এএসপি)মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন,সিমান্ত দিয়ে অবৈধ মাদকদ্রব্য আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে এস’আই আব্দুল জলিল, এস’আই শরিফ, এএস’আই মোফাজ্জেল হোসেন সহ সঙ্গীর ফোর্স নিয়ে একজন আসামী সহ ৪’শ ৫০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কোট হাজতে পাঠানো হয়েছে।