মহাসড়ক নিরাপদ রাখতে নওয়াপড়া হাইওয়ে পুলিশের বিশেষ উদ্যোগ।
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে শিল্প বানিজ্য ও বন্দরনগরী নওয়পাড়ার মহাসড়ক নিরাপদ রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে মহাসড়কে সর্বদা সতর্ক দৃষ্টি রাখছে তারা। এছাড়াও গরু ও পন্যবাহী ট্রাক যাত্রীবহনকারী গাড়ী গন্তব্যস্থানে পৌছাতে যাতে কোন ভুগান্তির শিকার না হতে হয় সে জন্য সড়কে টহল জোরদার করা হয়েছে।
বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে সড়ক শতভাগ নিরাপদ রাখা হয়েছে। যানজট নিরসনে নুরবাগ সহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া সরকারী সিদ্ধান্ত মোতাবেক আগামী ৭ই জুলাই থেকে ১৪ই জুলাই পর্যন্ত মোটর সাইকেল যেন এক জেলা হতে অন্য জেলায় না জেতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসব বিশেষ উদ্যোগ লক্ষ করা গেছে। তাদের এমন উদ্যোগে জনমনে স্বস্তির সঞ্চার হয়েছে। যাত্রীবাহী বাসের ড্রাইভার সুমন বলেন, অনন্য সড়কের তুলনায় নওয়াপাড়া হাইওয়ে এলাকা অনেকটা ঝুকিমুক্ত। যশোর খুলনার মতো এখানে যানজটে আটকে থাকা লাগেনা।
ট্রাফিক পুলিশের সহযোগিতায় নিরাপদে নওয়াপাড়া পার হতে পারছি। গরুবাহী পিকাপের ড্রাইভার আলমগীর জানান, নওয়াপাড়া নুরবাগে সাধারণত যানজট থাকার কথা তবে আজ কোন যানজট দেখিনি।
এব্যাপারে জানতে চাইলে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান দৈনিক নওয়াপাড়াকে জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ও মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সড়ক দূর্ঘটনারোধে থ্রী হুইলার, ইজিবাইক, নসীমনসহ সকল প্রকার দ্রুত গতিতে চলাচলকারী গাড়ির বিরুদ্ধে আমরা যথাযত পদক্ষেপ গ্রহণ করেছি। আশাকরি নওয়াপাড়া হাইওয়ে পুলিশের চেষ্টায় ঈদে এই এলাকায় মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে।