মধুপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু।
টাঙ্গাইলের মধুপুরে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবরার রহমান স্পর্শ (১৭) নামের বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আশিক আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে ধনবাড়ী পৌর এলাকার কিসামত ধনবাড়ীর নবাববাড়ীর কাছে ধোপাবাড়ীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবরার রহমান স্পর্শ মধুপুর পৌর এলাকার মিজান স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। আহত বন্ধু আশিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, বন্ধু আশিকের সঙ্গে রাত সাড়ে ১০টার দিকে মধুপুরের গরম বাজার দিয়ে ধনবাড়ী যাওয়ার পথে পৌর শহরের প্রবেশমুখে ধোপাবাড়ী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক স্পর্শকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ওসি চান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলা না করায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।