মধুপুরে কৃষি মন্ত্রী’র স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ বিতরণ।
কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি’র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২১-২০২২ অর্থ বছরের স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার ৬জুলাই মধুপুরের বিভিন্ন ইউনিয়নের ২’শ ৭৫ জনের মাঝে ৫ লক্ষ ৬৬ হাজার টাকা সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ সুবিধাভোগী,সাংবাদিক ও নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।