আজ সকাল সকাল নিজের ভোট কেন্দ্র দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লিগের প্রার্থী হিসেবে এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
এবারই প্রথম সাকিব নির্বাচনে অংশ নিয়েছেন। নিজের ভোট দিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন।
ভোট প্রদান শেষে সাকিব জানিয়েছেন, ‘ভোট সবার নাগরিক অধিকার। আশা করি সবাই তাদের সে অধিকার পূর্ণ করবে এবং পরবর্তী পাঁচ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমি আশা করব, তারা সচেতনতার সঙ্গে তারা তাদের ভোট প্রদান করবে।
জয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদী সাকিব, ‘আমি তো জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী।
আমি আমার দিক থেকে সর্বোচ্চ পরিশ্রম করেছি, স্বাভাবিকভাবে ফল তো আশা করবোই। এখন বাকিটা মাগুরার মানুষের ওপর নির্ভর করছে তারা কাকে পছন্দ করবে।’