ভোট চোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের দেখলে বলতে হবে-তুই চোর তুই চোর, ভোট চোর ভোট চোর। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া এই সরকারের অধীনে বিএনপি ভোটে যাবে না। আমরা ভোটের মাঠে আছি, চোরের মাঠে নেই।
সার্চ কমিটি, কমিশন সবই সহযোগী চোর বলে মন্তব্য করে তিনি বলেন, আসল চোরকে ধরতে হবে। সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
সোমবার বিকালে খুলনায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। কিন্ত জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা-জবাবদিহিতা নেই। ফলে দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে।
আমীর খসরু বলেন, এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়। এ কারণে ভোট চোরদের হঠাতে জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জয়ন্ত কুমার কুন্ডু, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, শাহারুজ্জামান মোর্তুজা, রবিউল ইসলাম রবি, মোরতাজুল করিম বাদরু। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল।
সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু।