বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব কোব্বাদ আহাম্মদ এর মৃতৃদিবস উপলক্ষে আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত
ফেনী সদর উপজেলা ও ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব কোব্বাদ আহাম্মদ এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৬ মার্চ) বিকেলে ফেনী শহরের ডাক্তার পাড়ায় আলোচনা সভা মিলাদ মাহফিল ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে র্যালী অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বে উক্ত অনুষ্ঠান ও র্যালীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাফ এর কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিন ভূঁঞা,ফেনী জেলা প্রগতিশীল নাগরিক ফোরামের আহ্বায়ক এডভোকেট সমীর চন্দ্র কর,ফেনী জেলা শ্রমিক কর্মচারী’র সাংগঠনিক সম্পাদক অজিৎ বরণ দাস,ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ’র ফেনী জেলা শাখার আহ্বায়ক নাছির উদ্দিন ভূঁঞা সবুজ,ফেনী জেলা প্রগতিশীল নাগরিক ফোরামের সদস্য কাজী শহিদুল ইসলাম,ফেনী জেলা প্রগতিশীল নাগরিক ফোরামের সদস্য সাংবাদিক শরিফুল ইসলাম রাজু,ফেনী জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর উদ্দিন ও নারী নেতৃ রহিমা আক্তার হ্যাফি,ফেনী জেলা গৃহকর্মী শ্রমিক ইউনিয়নের সভানেত্রী সুলতানা আক্তার বকুল প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিরোধ,রমজানে শ্রমিক ছাটাই বন্ধ,দুই ঈদে ২ বোনাস প্রদান ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে শহরের ভিবিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র্যালী ও বিক্ষোভ মিছিল করেন।