২২ ডিসেম্বর -২৩ইং, প্রখ্যাত কৃষকনেতা, শ্রমিক কৃষক মেহনতী মানুষের অকৃ্ত্রিম বন্ধু কমরেড আবদুল হকের ২৮ তম মৃত্যূ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা বাদ মাগরিব ফেনীর মুক্ত বাজার অনুষ্ঠিত হয়েছে।

কমরেড আবদুল হক স্মৃতি সংসদ ফেনীর আহ্বায়ক গিয়াস উদ্দিন ভূঞার সভাপতিত্বে কমরেড আবদুল হকের  রাজনৈতিক জীবন এবং আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন প্রগতিশীল আইনজীবি পরিষদ ফেনী ও কমরেড আবদুল হক স্মৃতি সংসদের সদস্য সচিব এড. সমীর চন্দ্র কর, শিক্ষকনেতা এড. আনোয়ার হোসেন ভূইয়া, ট্রেড ইউনিয়ন ফেনীর আহ্বায়ক নাছির উদ্দিন ভূঞা সবুজ, ফেনী সদর করাতকল শ্রমিক ইউনিয়নের ফেনীর সভানেত্রী সোলতান আক্তার বকুল।

বক্তারা কমরেড আবদুল হকের আদর্শ বাস্তবায়নের লক্ষে সম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুজি বিরোধী আন্দোলন সংগ্রাম গড়ে কৃষক শ্রমিক রাজ কায়েম করার আহবান জানান। সভায় বিভিন্ন সেক্টরের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত:
১. ইউটিউব  [এখানে ক্লিক করুন]

২. ফেসবুক [এখানে ক্লিক করুন]

৩. হোয়াটসঅ্যাপ [এখানে ক্লিক করুন]

পোস্টটি শেয়ার করুনঃ