শুভেচ্ছা বাণী

এনামুল হক আরমান
সভাপতি
ম্যানেজিং কমিটি
অগ্রণী উচ্চ বিদ্যালয়

আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ৪৫ পেরিয়ে ৪৬ বৎসরে পর্দাপণ এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে “প্রদ্বীপ” নামে একটি স্বারক গ্রন্থ বের হচ্ছে জেনে আমি অতিশত আনন্দিত।
এক সময়ে অবহেলিত এ জনপদ আজকে সমৃদ্ধ। এর পিছনে এ বিদ্যাপীঠের ভূমিকা অগ্রগণ্য। বটবৃক্ষের আশ্রয়ে ক্লান্ত পাখি বিশ্রাম নিয়ে রাত শেষে যেমনি বেরিয়ে যায়, তেমনি অর্ধশতবর্ষী এ বিদ্যাপীঠে শিক্ষা জীবন শেষ করে পূর্ণ উদ্যেমে নিজেদের এবং দেশ সেবার জন্য বেরিয়ে গেছে শত শত শিক্ষার্থী। তারা আজ বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত। আশার কথা যে, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পদে আসীন হয়ে একটি সমৃদ্ধ, গণমুখী, কল্যাণ ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা যেন এখানেই শেষ না হয়, কারণ এলাকাবাসীর প্রত্যাশা তাদের কাছে অনেক বেশী। এ বিদ্যালয়টি হোক আলোকিত সূর্যসম। এর আলোক ছটায় সমাজের সকল কালিমা দূর হোক। দূর হোক অজ্ঞতা, নিরক্ষরতা ও কুপমন্ডুকতা। অধ্যপক মোহাম্মদ উল্যাহ, ইঞ্জিনিয়ার শাহ আলম মজুমদার ও এডভোকেট আবদুর রব মজুমদারের মত সমাজ হিতৈষী মানব গঠনের সূঁতিকাগার হোক এই পাঠশালা। পঁঞ্চগায়ের ঐহিহ্যবাহী এ প্রতিষ্ঠানের ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ করার জন্য যারা নিরলস পরিশ্রম করে “প্রদ্বীপ” নামে স্বারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে তাদের সার্বিক সফলতা কামনা করছি ।

 

(এনামুল হক আরমান)

পোস্টটি শেয়ার করুনঃ