ফেনী জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শুক্রবার (১ মার্চ) বিকেল ৩টায় ফেনী জেলা ভাষা শহিদ সালাম স্টেডিয়ামে ফেনী ৩টায় নিজের মত একটি গল্প ফাউন্ডেশন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী ও নিজের মত একটি গল্প ফাউন্ডেশন একাদশ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।গেষ্ট অব অনার ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার,ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।
প্রীতি ম্যাচের আয়োজক নিজের মত গল্প বলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ বলেন,নিজের মতো গল্প বলি উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে মানবিক কাজও।
এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের দলীয় নেতৃবৃন্দ ও ফেনী জেলার ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচ এর ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী (০) নিজের মত বলি একটি গল্প ফাউন্ডেশন একাদশ (০)।