৫ ফেব্রুয়ারী- ২৪ইং, ফেনী জেলা আইনজীবি সমিতির ২০২৪ সালে কার্যকরী পরিষদের নব নির্বাচিত নেতৃত্ববৃন্দকে সংবর্ধনা প্রদান করেছেন প্রগতিশীল আইনজীবি পরিষদ-ে ফেনী।

প্রগতিশীল আইনজীবি পরিষদ- ফেনীর আহ্বায়ক এড. সমীর চন্দ্র করের সভাপতিত্বে এবং সদস্য সচিব এড সামসুদ্দিন মজুমদার সাচ্চু সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি এড আবদুছ ছাত্তার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত  সাধারণ সম্পাদক এড. টিপু সোলাইমান, সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত সহ সভাপতি এড. মো: এছহাক, নব নির্বাচিত যুগ্ম সম্পাদক এমদাদ হোসাইন, লাইব্রেরী সম্পাদক এড মোশারফ হোসেন, অর্থ সম্পাদক আলী আর্শাদ সদস্য, এড. আনোয়ার হোসেন ফরহাদ ও এড. ফারিয়া জাহান।

সভায় আইনজীবিদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন এড. ওবায়দুল হক, এড. আবদুল মালেক ও এড. শহীদুল আলম প্রমুখ। সভায় বক্তারা ফেনীর আইন আঙ্গনে সুষ্ঠ আইন বান্ধব পরিবেশ তৈরী, নোয়াখালী হইতে ফেনীতে রেকর্ড রুম আনায়ন, সাইবার কোর্ট, লেবার কোর্ট, বিদ্যুৎ কোর্ট ফেনীতে আনায়ন, ফেনীর আদালতে ঘুষ দুর্নীতি ও অনিয়ম বন্ধ, আদালতে দৈনিক মামলার কার্য তালিকা টাঙ্গানো সহ বিভিন্ন সমস্য তুলে ধরেন।

সংবর্ধনার জবাবে নব নির্বাচিত সভাপতি এড. আবদুস ছাত্তার ও সাধারণ সম্পাদক এড. টিপু সোলায়মান অচিরেই জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

সভাপতি আবদুস ছাত্তার বলেন; সভায় আইনজীবিদের উত্থাপিত দাবী সমূহ ন্যায় সঙ্গত। উক্ত দাবী সমূহ যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করব। নচেৎ আপনারা সহ ফেনীর আইনজীবিদের নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবী সমূহ আদায় করা হবে। সভায় ফেনী বারের আইনজীবিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ