ফেনীতে রিকশা ও ভ্যান গাড়ী চালকদের সভা অনুষ্ঠিত
শুক্রবার (১৫ মার্চ) বাদ মাগরিব ফেনী শহরের মুক্ত বাজারে রিকশা ও ভ্যানগাড়ী চালকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রিকশা ও ভ্যানগাড়ী চালক শ্রমিক ফেডারেশন ফেনী জেলা শাখার উদ্যোগে উক্ত সভায় সভাপতিত্ব করেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ফেনী জেলা শাখার আহ্বায়ক নাছির উদ্দিন ভূঁঞা সবুজ।
সভায় রিকশা ও ভ্যানগাড়ীর শ্রমিকরা শ্রমিক নির্যাতন বন্ধ,রিকশা ও ভ্যানগাড়ী শ্রমিকদের জন্য স্ট্যান্ড তৈরি ও শ্রমিকদের রেশনিক ব্যবস্থা চালুর দাবী জানান।
সভায় জামসেদুল ইসলাম সুজনকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম রাকিবকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিগঠন করা হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে,ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড হতে ২ জন করে প্রতিনিধি নিয়ে আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে একটি গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন গড়ে তুলবে।
কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ন আহ্বায়ক জহির উদ্দিন ও মঈনুল ইসলাম,সদস্য হাবিবুর রহমান,আক্তার হোসেন,শামিমুল ইসলাম,মাঈন উদ্দিন,আজিজুল,মনোয়ার,হেলাল ইসলাম ও আব্দুল মন্নান।