ফেনীতে ব-দ্বীপ বাংলাদেশ এর দ্দ্বিতীয় সংখ্যার শুভ উদ্ভোধন
ফেনীতে ব-দ্বীপ বাংলাদেশ এর দ্দ্বিতীয় সংখ্যার শুভ প্রকাশনা অনুষ্ঠান মুক্তবাজার বাদ এশা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ব-দ্বীপ বাংলাদেশ এর সম্পাদক এ কে এম ফজলুল হক মনেয়ার, প্রগতিশীল আইনজীবি পরিষদ ফেনীর আহ্বায়ক এডভোকেট সমীর চন্দ্র কর, আওয়ামী আইনজীবি পরিষদের ২০২৪ সালের ফেনী বারের সভাপতি পদ প্রার্থী ফেনী বারের বিজ্ঞ সিনিয়র আইনজীবি ও বিশিষ্ট আওয়ামিলীগ নেতা এডভোকেট আনোয়ারুল করিম ফারুক, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নুর আহম্মদ খান, জে এসডি ফেনী সদর আহ্বায়ক তাহের উদ্দিন মোহিমসহ বিভিন্ন সংগঠন এর নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশনা অনুষ্ঠানে ব-দ্বীপ বাংলাদেশের সম্পাদক একে এম ফজলুল হক মনোয়ারবলেন- ব-দ্বীপ বাংলাদশে অনলাইন ভার্শন থেকে প্রতিমাসে বাছাইকরা সংবাদগুলো নিয়ে প্রকাশিত হবে ব-দ্বীপ বাংলাদেশ।
ব-দ্বীপ বাংলাদেশ সারা দেশে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করা ছাড়াও মফস্বলের এলাকার খবর গুলোকে
গুরুত্ব সহকারে প্রকাশ করে আসছে। ব-দ্বীপ বাংলাদেশের বাংলাদেশ সহ সারা বিশ্বে নেটওয়ার্ক রয়েছে। এক ঝাক সাংবাদিক ও সমাজকর্মী নিয়ে ব-দ্বীপ বাংলাদেশের পথ চলা। তিনি প্রকাশনা অনুষ্ঠানের সকলকে এবং সচেতন জনগণের সার্বি ক সহযোগিতা কামনা করেছেন।