ফেনীতে ব-দ্বীপ বাংলাদেশের প্রকাশনা সভা অনুষ্ঠিত।
ফেনীতে মাসিক ব-দ্বীপ বাংলাদেশ এর শুভ প্রকাশনা অনুষ্ঠান মুক্তবাজার বাদ এশা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ব-দ্বীপ বাংলাদেশ এর সম্পাদক এ কে এম ফজলুল হক মনেয়ার, ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যান পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, জে এসডি ফেনী সদর আহ্বায়ক তাহের উদ্দিন মোহিম, দৃষ্টি প্রতিবন্ধি ক্ষুধা নিবারন সমিতি ফেনীর সভাপতি নাছির উদ্দীন সবুজ সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশনা অনুষ্ঠানে ব-দ্বীপ বাংলাদেশের সম্পাদক একে এম ফজলুল হক মনোয়ার বলেন- ব-দ্বীপ বাংলাদশে অনলাইন ভার্শন থেকে প্রতিমাসে বাছাইকরা সংবাদগুলো নিয়ে প্রকাশিত হবে ব-দ্বীপ বাংলাদেশ।
ব-দ্বীপ বাংলাদেশ সারা দেশে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করা ছাড়াও মফস্বলের এলাকার খবর গুলোকে
গুরুত্ব সহকারে প্রকাশ করে আসছে। ব-দ্বীপ বাংলাদেশের বাংলাদেশ সহ সারা বিশ্বে নেটওয়ার্ক রয়েছে। এক ঝাক সাংবাদিক ও সমাজকর্মী নিয়ে ব-দ্বীপ বাংলাদেশের পথ চলা। তিনি প্রকাশনা অনুষ্ঠানের সকলকে এবং সচেতন জনগণের সার্বি ক সহযোগিতা কামনা করেছেন।