ফেনীতে বিজয় দিবসে গেরিলা মুক্তিযোদ্ধাদের পুস্পার্ঘ্য অর্পণ
১৬ ডিসেম্বর ২৩, ফেনীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের গেরিলারা একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পার্ঘ্য অর্পণ করে।
ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন বাবলুর নেতৃত্বে গেরিলারা- একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গেরিলা মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করতে হবে, করতে হবে, দ্রব্যমূর্যরর উর্ধ্বগতি বন্ধ কর বন্ধ কর, গণতানন্ত্রিক সমাজ, গণতান্ত্রিক সমাজ কায়েম কর বিভিন্ন স্লোগানে ফেনীর মুক্তিযোদ্ধা স্মৃতিশৌধে পুস্পার্ঘ্য অর্পণ করেন। পুস্পার্ঘ্য অর্পণ পুর্বক ফেনীর মুক্তবাজারে কার্যকরী সভাপতি আবু আহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলুর সঞ্চালনায় এক সভায় বিজয় দিবসের তাৎপর্য্ তুলে ধরে বক্তব্য রাখেন ফেনী জেলা আইনজীবি পরিষদের আহ্বায়ক এড. সমীর চন্দ্রকর, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয় যৌথ গেরিলা বাহিনীর গেরিলাদের গেজেটভূক্ত করে সরকারী সুযোগ সুবিধা প্রদানের দাবী জানান। পূস্পার্ঘ অর্পণ শেষে সকাল ১১ টায় গেরিলারা দেশাত্ব বোধক গাণ পরিবেশন করে।
১৬ ডিসেম্বর ২৩, ফেণীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির রোধ ও শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে এক সভা বাদ মাগরিব মুক্তবাজারে অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি, ট্রেড ইউনিয়ন সংঘ- ফেনীর আহ্বায়ক নাছির উদ্দিণ ভূঞা সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক ইউনিয় (ইনসাব) ফেনীর নেতা আবু সালেহ, হোটেল শ্রমিক ইউনিয় ফেনীর নেত্রী রেখা ও রানী। সভায় বক্তারা ফেডারেশনের তৎপারতা বৃদ্ধি সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করা সহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেন।