ফেনীতে দৈনিক প্রতিভা অনলাইন ভার্সনের শুভ উদ্ভোদন
১লা ডিসেম্বর – ২৩, ফেনীতে দৈনিক প্রতিভার উদ্ভোদনী অনুষ্ঠান বাদ মাগরিব ফেণীর মুক্তবাজারে অনুষ্ঠিত হয়েছে। দৈনিক প্রতিভার পৃষ্ঠপোষক এডভোকেট সমির চন্দ্র করের সভাপতিত্বে শুভ উদ্ভোদন করেন ফেনী জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী সাবেক জিপি, বাম রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গিয়াস উদ্দিন নান্নু, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূইয়া, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড আবুল বশর চৌধুরী, ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন বাবলু এবং ব-দ্বীপ বাংলাদেশের সম্পাদক এ কে এম ফজলুল হক মনোয়ার প্রমূখ।
দৈনিক প্রতিভা অনলাইন ভার্সন আজ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।
বাংলাদেশসহ পৃথিবীর এক গভীল সংকট মুহুর্তে আমাদের যাত্রা শুরু হল। করোনা মহামারি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বাংলাদেশের প্রহসনের নির্বাচন, বিরোধী দল সমূহের অংশ গ্রহণবিহীন নির্বাচন এবং লাগাতার কর্মসূচি সহ দেশে চরম আর্থিক সংকট, দেশে অনিয়ম ঘুষ দুর্নীতি চরম আকার ধারন করার এ মুহুর্তে দেশের শোষিত নির্যাজিত মানুষের পক্ষে কথা বলা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের পক্ষে আমরা এগিয়ে যেতে চাই।
আমরা জানি আমাদের পথ চলার পথ আঁকা বাঁকা ও ভঙ্গুর। তবুও আমরা এগিয়ে যাবো। সদা সত্য কথা বলবো। সাদাকে সাদা কালোকে কালো বলব। আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
যারা আজকে আমাদের এ প্রয়াসের সাথে একত্রিত হয়ে আমাদের উৎসাহিত করেছেন তাদের নিকট আমরা চির কৃতজ্ঞ। সকরলর জন্য শুভ কামনা।