ফেনীতে ইসলামী ভাষ্কর্য উদ্ভোধন করলেন নিজাম উদ্দিন হাজারী এমপি
রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফেনী পৌরসভা কর্তৃক নির্মিত ফেনী শহরের মিজান রোডস্থ আল্লাহর ৯৯ টি নাম এবং মুহাম্মদ (সা:) এর নামের উপর বাংলাদেশে এই প্রথম ইসলামিক ভাস্কর্য ও শান্তি চত্বর উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফেনী-২ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র,প্যানেল মেয়র লিটন হাজারী,২ নং ওয়ার্ড কাউন্সিলর খোকন হাজারী,৩ নং ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম,৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাহাবুদ্দিন তসলিম,ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী,ফেনী জেলার ভিবিন্ন আলেম-ওলামা ও ভিবিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ,ভিবিন্ন মিডিয়ার সাংবাদিক ও ফেনী জেলার উৎসুক জনতা।
এসময় নিজাম উদ্দিন হাজারী বলেন,আজকে পবিত্র মাহে রমজানে ফেনী পৌরসভার উদ্যোগে বাংলাদেশে এই প্রথম ৭০০ লাইট বিশিষ্ট মহান আল্লাহ রাব্বুল আলামীন এবং হযরত মুহাম্মদ সঃ এর নামের উপর ইসলামী ভাষ্কর্য উদ্ভোধন করতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।এবং ফেনী পৌরসভার মেয়র কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।