ফেনীতে অসহায় গরীব দুঃখী শ্রমিক গেরিলা মুক্তিযোদ্ধা দের মাঝে ইদ উপহার বিতরণ।
ফেনীতে অসহায় গরীব দুঃখী শ্রমিক ও গেরিলা মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক কর্মিদের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যান পরিষদের সহ সভাপতি আব তাহের কমরেড এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা প্রগতিশীল নাগরিক ফোরাম এর আহবায়ক এড সমির চন্দ কর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ফেনীর আহবায়ক নাছির উদ্দীন সবুজ, বীরমুক্তিযোদ্ধা বেলায়েত উল্লাহ ভূইয়া সহ স্হানীয় নেতৃবৃন্দ।
সভায় ৫০ জন হোটেল রেষ্টুরেন্ট এর শ্রমিক এ ৩০ জন গেরিলা মুক্তিযোদ্ধাকে ইদ উপহার প্রদান করা হয়েছে।
সভায় বক্তারা শ্রমিক কৃষকসহ মেহনতী মানুষকে ঈদের শুভেচ্ছা জানান, পবিত্র রমজান গরিবের ক্ষুধা অভাব অনটনে বিত্তবানদের জানান দেয়, বক্তারা শ্রমিকদের মোলিক চাহিদার জন্য একটা গনতান্ত্রিক সমাজ কায়েম করার লক্ষে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান, বক্তারা যে সকল প্রতিষ্টান শ্রমিকদের সারা বচর খাটিয়ে রোজার মাসে চাকুরিচুত্য করে বেতন বোনাস প্রদান করেন নাই তাদের তিব্র সমালোচনা করেন।