প্রকাশ্যে ধূমপান,জরিমানা করলেন ০১জনকে ইউএনও মেহেরুবা ইসলাম।
বান্দরবান পার্বত্য জেলধীন আলীকদম উপজেলায় আজ(০৪জুলাই) সোমবার কোরবানি গুরুর বাজার পরিদর্শনে যান আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহেরুবা ইসলাম। এসময় একজনকে প্রকাশ্যে ধুমপান করায় ২০০৫এর ০৪ ধারায় ৩০০টাকা জরিমানা আদায় করা হয়। এবং করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির জন্য মাক্স বিতরণ করেন।এর আগে ইউএনও মেহেরুবা ইসলাম ঘোষণা দিয়েছিলেন কেউ প্রকাশ্যে ধুমপান করলে জরিমানা করা হবে। কোরবানি গুরুর বাজার পরিদর্শনের সময় তিনি সকলকে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ায় মাক্স ব্যবহার ও সচেতন থাকার জন্যও আহবান জানান।
ইউএনও বলেন, আমি এর আগে ঘোষণা দিয়েছিলাম, কেউ প্রকাশ্যে ধুমপান করলে জরিমানা করা হবে, কিন্তু আজ একজনকে প্রকাশ্যে ধুমপান করতে দেখি, তাই তাকে ২০০৫এর ০৪ধারায় জরিমানা আদায় করা হল।