দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে আওয়ামী লীগের অনেক আলোচিত অভিজ্ঞ প্রার্থীর বিপক্ষে লড়ার জন্য প্রস্তুত বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। গতকাল বুধবার ৩০টি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ৪৩ জন নেতা। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করা ১৪০ জনের সঙ্গে তাঁরাও যুক্ত হলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আজ ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

আওয়ামী লীগের পাঁচ-ছয়বারের এমপির আসনেও স্বতন্ত্র প্রার্থী

সারা দেশ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর :

পার্বত্য বান্দরবান আসনে (পুরো জেলায় মাত্র একটি আসন) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছয়বারের সংসদ সদস্য (এমপি) বীর বাহাদুর উশৈসিং। তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মং ঞো চৌধুরী।

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা সভাপতি পাঁচবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে গতকাল দুপুরে তিনজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম ছরোয়ার ফোরকান।

 

কুমিল্লা-৬ (কুমিল্লা সদর ও মহানগর) আসন থেকে গতকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। তিনি মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রয়াত আফজল খানের মেয়ে। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস স্বাধীন ফিরোজ এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অজয় কুমার সরকার।

 

এখানে নৌকা পেয়েছেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. আকরাম হোসেন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন রানা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়া-৭ (গাবতলী-শাহজানপুর) আসনে নৌকার প্রার্থী বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মোস্তফা আলম নান্নুর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে গতকাল দুপুরে স্বতন্ত্র মনোনয়ন তুলেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

 

চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার সেলুন। এখানে গতকাল স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা এম এ রাজ্জাক খান।

কুড়িগ্রামে আরো চারজন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন কুড়িগ্রাম-২ আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপগণযোগাযোগ সম্পাদক নাজমুল হুদা। এ আসনে নৌকার প্রার্থী জেলা সভাপতি জাফর আলী। কুড়িগ্রাম-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়া আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম ভূঁইয়া ও ধামশ্রেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম সরদার। কুড়িগ্রাম-৪ আসনে বন্দবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে নৌকার প্রার্থী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব হাসান পলাশ।

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান।

রাজশাহী-২ (সদর) আসনে নৌকার মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগ নেতা রেজাউন্নবী আল মামুন ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকার প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র তুলেছেন বর্তমান এমপি আয়েন উদ্দিন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নৌকার প্রার্থী আ ক ম সরওয়ার জাহান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি রেজাউল হক চৌধুরী। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়নপত্র তুলেছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগকারী মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জের বিপক্ষে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র তুলেছেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি আব্দুর রউফ।

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, জেলা সহসভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মনোনয়নপত্র তুলেছেন। মেহেরপুর-২ (গাংনী) আসনে বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনসহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চারজন। অন্যরা হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম জুয়েল ও নুরুল ইসলাম।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের বিপক্ষে স্বতন্ত্র হিসেবে আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম এ রহিম সিআইপি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার একমাত্র সংসদীয় আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীর দত্ত চাকমা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে নৌকার মনোনীত প্রার্থী সৈয়দা জাকিয়া নূর। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে যুক্ত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ সাদী। নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল। স্বতন্ত্র হিসেবে সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পাবনা-৩ (ভাঙ্গুড়া-ফরিদপুর-চাটমোহর) আসনে নৌকার প্রার্থী মো. মকবুল হোসেন। এখানে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন কিনেছেন কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক উপকমিটির সদস্য রবিউল করিম।

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে নৌকার মনোনীত প্রার্থী মো. শহীদুজ্জামান সরকারের বিপক্ষে এ আসনে স্বতন্ত্র হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক এবং উপেজলা আওয়ামী লীগের সদস্য মো. আইয়ুব হোসেন।

গতকাল চট্টগ্রামের বিভিন্ন আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন স্বতন্ত্র প্রার্থী চারজন। তাঁরা হলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের কর্মী মাসুদুল আলম। এখানে নৌকা পেয়েছেন উপজেলা সাধারণ সম্পাদক এস এম আল মামুন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে নৌকা পেয়েছেন বর্তমান এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী। এখানে স্বতন্ত্র প্রার্থী ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শফিউল আজম। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-নগর আংশিক) আসনে নৌকা পাওয়া বর্তমান এমপি নোমান আল মাহমুদের বিপক্ষে স্বতন্ত্র দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের এবং আওয়ামী লীগের কর্মী মহিবুল রহমান বুলবুল।

দিনাজপুর-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী ইকবালুর রহিমের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকার মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু। এখানে স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী এ টি এম আনিসুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সুত্র: কালের কন্ঠ।

পোস্টটি শেয়ার করুনঃ