নোয়াখালী বেগমগঞ্জ আলীপুর সিরাজুল আলম খান দাদা-র ১ম মৃত্যুবার্ষিকী পালিতঃ
নোয়াখালী বেগমগঞ্জ আলীপুর সিরাজুল আলম খান দাদা-র ১ম মৃত্যুবার্ষিকী পালিতঃ
৯মে,২০২৪
৯ জুন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মহৎপ্রাণ বাঙালি সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ ৯জুন ২০২৪ সকাল ১১টায় জেএসডি কেন্দ্রীয়, জেলা কমিটি, সিরাজুল আলম খান সেন্টার সহ বিভিন্ন সংগঠন সিরাজুল আলম খানের
সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
জেএসডি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টুর নেতৃত্বে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ( বেগমগঞ্জের আলিপুর গ্রামে পারিবারিক গোরস্থানে) সিরাজুল আলম খানের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলির পর সিরাজুল আলম খানের ঐতিহাসিক কীর্তি ও রাজনৈতিক দর্শন নিয়ে আলীপুর রাজ দরবার হলে এক আলোচনা সব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়
সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম খোকন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মোশারেফ হোসেন মন্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেএসডি, নুর রহমান, , জেএসডি জেলা সাধারণ সম্পদক, জেএসডি উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টিভি জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু, নোয়াখালী জেলা প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি ও নিউজ টুয়ান্টিফোর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মানবজমিন আঞ্চলিক ব্যুরো প্রধান সংবাদদাতা নাসির উদ্দিন বাদল, সিরাজুল আলম খান সেন্টার নোয়াখালী সম্বয়ক আবুল কালাম আজাদ (কাশ্মীর আজাদ),
বীর মুক্তিযোদ্ধা নুর নবী মানিক, আলাউদ্দিন খাঁন চেয়ারম্যান,গোলাম রাব্বানী,ভিপি আব্দুর সাত্তার, কমরেড মমিন উল্লাহ, জহির রায়হান বাবুল, রাজু আহমেদ রাজু,মামুনুর রশিদ আল মামুন,আব্দুল মান্নান (কবি ও গায়ক), দেলওয়ার হোসেন স্বপন, আব্দুল মালেক ইঞ্জিনিয়ার, মজিবুর রহমান রুবেল, মনির আহামেদ (কুয়েত প্রবাসী), মোহাম্মদ শাহজাহান প্রমূখ।