নিয়োগ বিজ্ঞপ্তি
নুরানী শিক্ষক আবশ্যক
“লালমিয়া হাজী এন্ড সন্স ওয়াকফ এস্টেট” কর্তৃক পরিচালিত উত্তর শাহপুর স্বতন্ত্র ইবতেদায়ী নুরানী মাদরাসা, গ্রাম: উত্তর শাহপুর, ডাকঘর: কল্যান্দি, উপজেলা: সেনবাগ, জেলা- নোয়াখালী (কল্যান্দি বাজার সংলগ্ন উত্তরে) তে একজন নুরানী প্রশিক্ষণপ্রাপ্ত এবং গনিত ও ইংরেজীতে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে। বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষ।
আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ, সত্যায়িত ছবি (২ কপি), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (১ কপি) এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৫/১১/২০২৩ইং তারিখ, শনিবার সকজাল দশ ঘটিকায় স্বহস্তে লিখিত দরখাস্ত সহকারে সাক্ষৎকার পর্ষদের সামনে হাজির থাকার জন্য অনুরোধ করা গেল।