টাঙ্গাইলের মধুপুরে অবৈধ চায়না ও কারেন্ট জাল ধ্বংস।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাওদা বিলে দ্বিতীয় বারের মতো মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫জুলাই) মধুপুর জলছত্র এলাকার হাওদা বিলে অভিযান চালিয়ে ৩৫ টি জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও ১০ টি কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মধুপুরে বিভিন্ন এলাকার নদী,খাল বিলে হাজার হাজার চায়না দুয়ারি ও কারেন্ট জালে সয়লাভ। এই সব অবৈধ জালের কারণে দেশীয় মাছ আজ প্রায় বিলুপ্তির পথে। দেশীয় মাছ রক্ষার্থে মধুপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ধারাবাহিক ভাবে এই অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকির হোসাইন।