ঝিনাইদহ সদরে মধুহাটি ইউনিয়নে ২৩০৩ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ।
আপডেটঃ জুলাই ৭, ২০২২ | ১১:০৪
294 ভিউ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে ঝিনাইদহ সদরে মধুহাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের ২ হাজার ৩০৩ টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টায় মধুহাটি ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন প্রাঙ্গণে চাল বিতরণ উদ্বোধন করেন মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস।
ট্যাগ অফিসার ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত সমবায় অফিসার জাফর ইকবাল,ইউনিয়ন পরিষদের সচিব নাসির উদ্দিন, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।