ঝিনাইদহে র্যাবের আভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঝিনাইদহ র্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজার এলাকায় কালীগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে হাফিজুর রহমান চঞ্চল(৩৮)নামের এক ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য চলাচল করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজারস্থ ঝিনাইদহ টু কালীগঞ্জ সড়কে চেকপোষ্টের মাধ্যমে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া বিশ্বাস বাড়ির মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান চঞ্চল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১’শ ৪ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল, ০৪টি সিমকার্ড এবং ০১টি মোটর সাইকেলসহ উদ্ধার করা হয়।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।