জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৩ | ১২:১৯
306 ভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনডিএম হইতে ফেনী- ১ আসন হইতে মোস্তাফিজুর রহমান সাকের, ফেনী- ২ আসন হইতে কাজী জামশেদুল ইসলাম সুজন, ফেনী- ৩ আসন হইতে মোঃ সুমন এবং নোয়াখালী- ২ নং আসন হইতে এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন ও নোয়াখালী- ৫নং আসন হইতে ডাঃ আনোয়ার হোসেন প্রতিদ্বন্ধিতা করবেন। এনডিএম চেয়ারম্যান এনডিএম নোয়াখালী ও ফেনী জেলার পক্ষে অভিনন্দন জানিয়েছেন এনডিএম নেতৃবৃন্দ ।