গ্রেপ্তার হলেন দাগণভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৩ | ১:১৯
222 ভিউ
ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তুলাতুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় অবরোধের সমর্থনে ওই এলাকায় একটি মশাল মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। তাদের ঘেরাও করে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশে খবর দেয়।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয়রা আকবর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। তবে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।