গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফছার এর মৃত্যু দিবস আজ
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৩ | ৬:৩৭
277 ভিউ
১১ ডিসেম্বর -২৩, আজ গেরিলা বাহিনীর বীর মুক্তিযোদ্ধা নুরুল আফছার এর মৃত্যু দিবস। তাকে সোনাগাজি থানায় সহ বাহিনীর মুক্তিযোদ্ধারা গুলি করে হত্যা করে। অপরাধ ছিল তিনি রাজাকারদের বিরোধিতা করেছেন। স্বাধীনতার স্বাদ তিনি গ্রহন করতে পারেন নাই। মুক্তি বাহিনীর একটা গ্রুপ প্রকাশ্য থানার ভিতর গুলি করে হত্যা করে লাস গুম করে।
তিনি ন্যাপ- কমিউনিস্ট পার্টি -ছাত্র ইউনিয়ন যোথ গেরিলা বাহিনীর একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন।