কেন্দ্রীয় খেলাঘরে চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক নির্বাচিত হওয়ায় এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুকে সংবর্ধনা প্রদান
৭ ফেব্রুয়ারী- ২৪ইং, ফেনীর কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা বিশিষ্ট আইনজীবি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুকে খেলাঘর চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়কের দায়ীত্ব প্রাপ্ত হওয়ায় প্রগতিশীল আইনজীবি পরিষদ ফেনীর পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রগতিশীল আইনজীবি পরিষদ ফেনীর আহ্বায়ক এডভোকেট সমীর চন্দ্র করের সভাপতিত্বে এডভোকেট নান্টুকে সংবর্ধনা প্রদান করে বক্তব্য রাখেন প্রগতিশীল আইনজীবি পরিষদের সদস্য সচিব এডভোকেট সামসুদ্দিন মজুমদার সাচ্চু, খেলাঘর ফেনীর সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মনির ও ট্রেড ইউনিয়ন সংঘ ফেনীর আহ্বায়ক নাছির উদ্দিন সবুজ।
সভায় ফেনীর সিনিয়র আইনজীবি এড কাজী আহমদ করিমের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় খেলাঘরের কেন্দ্রীয় নেতা ও ফেনীর কৃতি সন্তান জিয়া উদ্দিন চৌধুরীর ৯ ফেব্রুয়ারী কেন্দ্রীয় শহীদ মিনারের স্মরণ সভাকে সফল করার আহ্বান জানান।