আশুলিয়ায় শিক্ষক হত্যা ও শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন।
আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও সারা দেশব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে।
রোববার (৩ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষক উৎপল কুমার হত্যার সঙ্গে যারা জড়িত তাদেকে আইনের আওতায় এনে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। এছাড়া শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় শিক্ষক সুরক্ষা আইন করার জোর দাবি জানান তারা।’
এসময় পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উদীচি শিল্পীগোষ্ঠীর গোলাম কিবরিয়া, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপেন চন্দ্র রায়, নূরুননাহার নূরী, শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সভাপতি একরামুল হক, তেঁতুলিয়া শাখার সভাপতি উমের আলী, দেবীগঞ্জ শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, আটোয়ারী শাখার সভাপতি আমিনুল ইসলাম সহ শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন