অধ্যাপক মোহাম্মদ উল্যাহ পাঠাগার
“বই হওক নিত্য সঙ্গী”
অগ্রণী উচ্চ বিদ্যালয়ের পাঠাগার
অধ্যাপক মোহাম্মদ উল্যাহ পাঠাগার
মনিষীদের কথা-জ্ঞানের ভান্ডার লাইব্রেরী। সুনিদিষ্ট সিসেবাসের ভিত্তিতে প্রতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে সার্টিফিকেট অর্জন করা যায়। সুশিক্ষিত, সৃজনশীল এবং একজন যোগ্য সুনাগরিক হতে হলে প্রাতিষ্ঠানিক লেখা পড়ার পাশাপাশি জ্ঞান সন্ধানের জন্য পাঠাব্যাস গড়ে তুললে হবে। প্রবেশ করতে জ্ঞান ভান্ডারে। সেজন্য প্রতিটি বিদ্যালয়ে একটি করে সামাজিক লাইব্রেরী আছে। অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্র/ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে এ লাইব্রেরী গড়ে উঠেছে। বিদ্যালয়ের অবকাঠামো সেভাবে গড়ে না উঠায় এ লাইব্রেরী তেমন
দৃশ্যমান ছিল না। বইয়ের স্বল্পতা, সংরক্ষণের অভাব এবং পরিচালনায় সীমাবদ্ধতার কারণে অত্যন্ত দৈন্যতার সাথে এ লাইব্রেরী পরিচালিত হয়ে আসছিল। প্রথমে একটি অর্ধভঙ্গ একটি আলমিরার মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ ছিল। ১৯৮১ সালে প্রলয়ংকরী ঘুর্ণিঝড় পুরো লাইব্রেরী ধ্বংস করে দেয়। কালক্রমে সরকারী নির্দেশের এবং শিক্ষকমন্ডলীর প্রচেষ্টায় এলাকায় শিক্ষানুরাগী এবং প্রাক্তন ছাত্রদের সহযোগীতার বই সংগ্রহের মাধ্যমে বিদ্যালয়ের পাঠাগার সমৃদ্ধ হয়। বর্তমান এ পাঠাগারে দুই সহ¯্রাধিক বই আছে। ছাত্র/ছাত্রীরা লাইব্রেরী থেকে বই সংগ্রহ করে জ্ঞান অর্জন এবং পাঠাভ্যাস গড়ে তুলছে। ২০০৯ সালে পঞ্চগায়ের কতেক শিক্ষানুরাগী এবং প্রাক্তন ছাত্ররা ও শিক্ষকদের স্ব-উদ্যোগে বিদ্যালয়েল লাইব্রেরী জন্য একটি রূম নির্মাণ করে এই লাইব্রেরীকে পুনঃরোদ্দমে চালু করার প্রচেষ্টা চালায়। তারা এই লাইব্রেরী তথা কক্ষটিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ উল্যাহর অবদানের স্বীকৃতি স্বরূপ “অধ্যাপক মোহাম্মদ উল্যাহ পাঠাগার” নামকরণ করে তার নামে উৎসর্গ করেন। বর্তমানে “অধ্যাপক মোহাম্মদ উল্যাহ পাঠাগার ভবনে” পত্র -পত্রিকা পাঠ, কম্পিউটার রূম ও ছাত্র ছাত্রীদের নিয়মিত বই সংগ্রহের কাজ চলচে। বিদ্যালয়ের এই লাইব্রেরী পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষক। শুরুতে প্রতিষ্ঠাতা শিক্ষক আবু তাহের মজুমদার, ১৯৮১ সাল থেকে বিদ্যালয়ের হেড মাওলানা পীরে কামাল নুর আহাম্মদ খান এবং ২০১৩ সাল থেকে নিয়োগপ্রাপ্ত লাইব্রেরীয়ান জসিম উদ্দিন উক্ত লাইব্রেরী পরিচালনা দায়িত্ব পালন করছেন। ছাত্র/ছাত্রীরা একটি রেজিষ্ট্রারে নাম নিবন্ধিত করে বই সংগ্রহ এবং নিদিষ্ট তারিখে বই ফেরত দিতে হয়। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ বইর তালিকা সংযুক্ত করা হল।