আজ ১৪ মার্চ। বিশ্ব মানবতার মুক্তির দূত মহামতি কার্ল মার্ক্স-এর ১৪১ তম প্রয়াণ দিবস। ১৮৮৩ সালের এই দিনে তার মৃত্যু হয়। কিন্তু তিনি আজো সারা বিশ্বে অমর হয়ে আছেন। তার বিখ্যাত ‘পুঁজি’ তত্ত্ব এখনো কেবল দুনিয়ার কমিউনিস্টরাই চর্চা করেন না, তা পুঁজিবাদীদের শরীরেও কাঁপন ধরায়। “পুজিঁবাদ’ই শেষ কথা”-দাম্ভিকতার সাথে বলা ওই পুঁজিবাদীরাও এখন মার্ক্সবাদ চর্চা করে। অতএব বলতে দ্বিধা নেই ‘মার্ক্সবাদ’-এর মৃত্যু নেই। পুঁজিবাদ নয়, সমাজতন্ত্র’ই মুক্তির পথ।

পোস্টটি শেয়ার করুনঃ