ফেনীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে হামলা ও লুটের প্রতিবাদে প্রতিবাদ সভা

 

ফেনী জেলা প্রতিবন্ধী কমপ্লেক্স (বিদ্যালয়ে) ১৭ মার্চ হামলা,ঘর ভেঙে নেয়া ও লুটপাট করে আসবাবপত্র নিয়ে যাওয়ায় রহিম উল্লার বিচার চেয়ে মঙ্গবার (১৯ মার্চ) বিকেলে এক প্রতিবাদ সভা ফেনীর মুক্ত বাজারে অনুষ্ঠিত হয়েছে।

 

ফেনী জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ ফেনীর সাধারণ সম্পাদক এড.সমীর চন্দ্র কর,দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সমিতি ফেনীর সভাপতি নাছির উদ্দিন ভূঁঞা সবুজ।ফেনী জেলা প্রতিবন্ধীদের নতা মুফতি মাওলানা মোহাম্মদ আলী।

 

এসময় আরো উপস্থিত ছিলেন অভিবাবক ও বিশিষ্ট সমাজ সেবক কফিল উদ্দিন ভূঁইয়া,ফেনী জেলা প্রতিবন্ধী কমপ্লেক্স এর শিক্ষক মোশারফ হোসেন,কাজী আরাফাতুল ইসলাম,দিলারা আফরোজ,নাসরিন সুলতানা প্রমূখ।

 

বক্তারা প্রতিবন্ধীদের বিদ্যালয়ের ২টি টিনের ঘর,আসবাবপত্র,শিক্ষকদের গুরুত্বপূর্ণ কাগজ ও বিদ্যালয়ের নগদ ৪ লক্ষ টাকা লুট করে নেয়ায় ভূমি খেকো রহিম উল্লার বিচার দাবি করেন।

 

উল্লেখ্য,২০১২ সালে ছাগলনাইয়া উপজেলার পাঠান নগরে এ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়।বর্তমানে উক্ত বিদ্যালয়ে ৪ শতাধিক প্রতিবন্ধী সেবা নিয়ে আসছে।রহিম উল্লা বিগত ১৭ মার্চ উক্ত বিদ্যালয়ের ২ টি টিনের ঘর ভেঙে কাগজ পত্র ও বিদ্যালয়ের সকল আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

পোস্টটি শেয়ার করুনঃ