৩ জানুয়ারী- ২৪, জিরাতীয়া প্রজা আন্দোলনের অন্যতম নেতা  ফেনীর মুহুরী প্রজেক্টের প্রবক্তা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ট মহচর ফেনীর কৃতিসন্তান সাদা মনের মানুষ মরহুম সিরাজুল হক মজুমদার ঢল কমিটির ৩৬তম মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে কৃষি উন্নয় পরিষদ ফেনী ৪ঠা জানুয়ারী, বাদ মাগরিব ফেনীল মুক্ত বাজারে অনুষ্ঠিত হইবে।

কৃষি উন্নয়ন পরিষদ ফেনীর আহ্বায়ক ভাসানী ভক্তদের এবং কৃষকদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

মরহুম সিরাজুল হক মজুমদার ১৯৮৮ সালের ৪ঠা জানুয়ারী মৃত‚্যবরণ করেন। তিনি মজলূম জননেতা ভাসানীর ঘনিষ্ট সহচর ছিলেন।

সারাজীবন কৃষক শ্রমিকসহ মেহনতি মানুষের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন। তিনি জিরাতিয়া প্রজা আন্দোলন, মুহুরী প্রজেক্ট বাস্তবায়ন আন্দোলন, পাহাড়ীয়া ঢল প্রতিরোধ আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন।

তিনি জিরাতিয়া প্রজাদের পুনর্বাসন করার জন্য সরকার থেকে বিভিন্ন স্থানে ভ‚মি নিয়ে জিরাতিয়াদের পূনর্বাসন করেছেন। জিরাতিয়ারা এখনো তাদের ভ‚মির কাগজপত্র পায়নাই।

 

পোস্টটি শেয়ার করুনঃ