ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব-দ্বীপ বাংলাদেশ পাঠক ফোরাম ফেনী জেলা আয়োজিত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬:৩০ মিনিটে ফেনী শহরের মুক্ত বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা সামছুদ্দিন মজুমদার সাচ্চু,উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রগতিশীল আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট সমীর চন্দ্র কর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম ফজলুল হক মনোয়ার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিভা পত্রিকার সম্পাদক এডভোকেট খোরশেদ আলম খন্দকার।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,আমরা আশা করবো ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকা সুনামের সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সমসাময়িক খবর সহ অবহেলিত,নির্যাতিত মানুষের কথা তুলে ধরবেন।সত্যের কথা ব-দ্বীপ বাংলাদেশ জোর ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে তুলে ধরবেন।এসময় বক্তাগণ ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল জলিল এর সুস্থতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ব-দ্বীপ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম রাজু, ফেনী জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন ভূঁঞা,ফেনী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন,মিজানুর রহমান,তাহের উদ্দিন মহিম সহ আরো অনেকে।

পোস্টটি শেয়ার করুনঃ