ফেনীতে খোন্দকার মোজাম্মেল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে২৯ জন_২৪ বাদ মাগরিব ফেণীর মুক্তবাজার। গেদু চাচা স্মৃতি সংসদ ফেনীর উদ্যোগে উক্ত সভায় বক্তব্য রাখেন, প্রগতিশীল নাগরিক ফোরাম ফেনীর আহবায়ক এডভোকেট সুমির চন্দ্র কর, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাভিশনের ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম, ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন বাবলু,মফসল সাংবাদিক সমিতি ফেনীর সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ, বিশিষ্ট কবি মঞ্জুর তাজিম এবং মরহুম সাংবাদিক গেদু চাচার ছোট ভাই নিজাম হক খোন্দকার প্রমূখ।

oppo_0

বক্তারা সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক গেদু চাচার জীবন ও রাজনৈতিক কর্মকান্ডে উপর স্মৃতিচারণ করে বলেন, তিনি সাধারণ মানুষের কথা লিখতেন, তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি, তিনি আজীবন সাধারণ মানুষের পক্ষে লিখতেন আপোষহীন ভাবে , তার হাস্যাত্মক এবং রসাত্মক কথাগুলো সরকার প্রধানরা ফলো করে অনেক গরিব মানুষের উপকার করতেন, বক্তারা এ গুনি সাংবাদিককে অমর করে রাখার জন্য তার নামে একটি রাস্তা নাম করন করার দাবি জানান,

oppo_0

সভায় সভাপতিত্ব করেন গেদু চাচা স্মৃতি সংসদের আহবায়ক এৎলাছ উদ্দিন খন্দকার বাবলু।সভায় মরহুম গেদু র চাচার শুভাকাঙ্খী, বিভিন্ন সংগঠন এর নেতা কর্মি সহ আত্মীয়-স্বজনেরাও উপস্থিত ছিলেন।


সব শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 খোন্দকার মোজাম্মেল হক ২০২০ সালে ২৯ শে জুন ৭১ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ