ফেনীতে ছিনতাই প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাং DKB গ্রুপের প্রধান সহ গ্রেফতার ৬
ফেনীতে কিশোর গ্যাং ডিকেবি গ্রুপের প্রধানসহ সশস্ত্র ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।রোববার (৩ মার্চ) শহরের পুরাতন পুলিশ কোয়াটার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুরের দিকে ফেনীস্থ র্যাব-৭ এর পক্ষ থেকে এতথ্য জানিয়ে বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডিকেবি নামক একটি কিশোর গ্যাংয়ের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে শিকার করেন।এসময় তাদের দেহ তল্লাশী করে স্টীলের ধারালো ২টি ফোল্ডিং চাকু ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।
এরা হলেন,ওই গ্রুপের প্রধান জেলার দাগনভূঁঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়নপুর গ্রামের মোঃ ফজলুল করিম নিলয়(২৩) ও একই উপজেলার লক্ষীপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে আব্দুল হান্নান অমিত (২৩),সোনাগাজী উপজেলার ছাড়াইত কান্দি এলাকার মৃত নূরুন্নবীর ছেলে মোঃ আশরাফুল হাসান সিহাব (২২),সদর উপজেলার কালিদহ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোতালেব হোসেন (২২),পৌর বারাহিপুর এলাকার মুনির উদ্দিন আকিব ইমতিয়াজ (২২),পুলিশ কোয়ার্টার এলাকার মোঃ খলিলের ছেলে মোঃ সুজন (২০)।
র্যাব দাবী করেন,গ্রেপ্তারের পূর্বে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফেনী পৌরসভা এলাকায় একত্রিত হয়েছিল।
প্রসঙ্গত,DKB কিশোর গ্যাং নামক এই গ্যাংয়ের সদস্যরা ফেনী জেলার রেলস্টেশন,বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই,চাঁদাবাজী,নিজেদের মধ্যে মারামারি,অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাননাশের হুমকী প্রদান,দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন সঙ্গে জড়িত ছিল।
এছাড়াও জিজ্ঞাসাবাদে তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র,স্বর্ণালংকার,মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে।
তাছাড়া সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত আসামি মোঃ ফজলুল করিম নিলয় ও আশরাফুল হাসান সিহাবের বিরুদ্ধে ফেনী ফেনী মডেল থানায় ১টি মামলার তথ্য পাওয়া গেছে।