ফেনীতে আসন্ন শীত মৌসুমে ফেনী জেলার গরীব ও দুঃস্থদের মধ্যে মাননীয় মন্ত্রীর ত্রাণ ভান্ডার হইতে প্রাপ্ত কম্বল হস্তান্তর
১১ জানুয়ারী- ২৪ইং ফেনীতে আসন্ন শীত মৌসুমে ফেনী জেলায় গরীব ও দুঃস্থদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হইতে প্রাপ্ত কম্বল হস্তান্তর করেছেন ফেনী জেলা প্রশাসক মোসাম্মৎ শাহীনা আক্তার। এসময়ে ফেনী জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ত্রাণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক ফেনীর গরীব দুঃস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণের প্রেক্ষাপট তুলে ধরেন এবং মাননীয় প্রধান মন্ত্রির পক্ষ থেকে অভিনন্দন জানান।
ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন বাবলু ও ফেনী জেলা গৃহকর্মী শ্রমিক ইউনিয়নের সভানেত্রী সোলতানা আক্তার বকুল শ্রমিক ও গেরিলা মুক্তিযোদ্ধাদের অবস্থা তুলে ধরেন এবং শীত বস্ত্র প্রদান করার মাননীয় জেলা প্রশাসক ও মাননীয় প্রধান মন্ত্রিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক ফেনী হোটেল রেস্টুরেন্ট এন্ড সুইট মিটস শ্রমিক ইউনিয়ন ফেনীর সভাপতি আবুল কালামকে ১৫০টি কম্বল , ফেনী জেলা গৃহ কর্মী শ্রমিক ইউনিয়নের সভানেত্রী সুলতানা আক্তার বকুলকে ১৫০টি, বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) ফেনীর আহ্বায়ক আইয়ুব আলী ও জামশেদুল ইসলাম সুজনকে ১০০টি এবং সংবাদ পত্র কর্মীদের ৬০টি কম্বল প্রদান করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভুইয়াকে প্রদান করেন
ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভুইয়াকে প্রদান করেন।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দেয়া কম্বল গ্রহণ করেন এবং পরবর্তীতে শ্রমিকদের মাঝে বিতরণ করবেন।